স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে আবারও প্রতিবাদে সামিল হয়েছে অল ইন্ডিয়া ডিএসও রাজ্য কমিটি। শুক্রবার রাজ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ কার্যকর করা হয়েছে। আগরতলা টাউন হলে হয় অনুষ্ঠানটি। আর ঠিক সেই সময়ে প্রতিবাদ শুরু করে অল ইন্ডিয়া ডিএসও। তাদের দাবি, নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ ছাত্র-ছাত্রীদের জন্য ভয়াবহ দিন নামিয়ে আনবে।
কেন্দ্রীয় সরকার ২০২০ সালে করোনা মহামারির সময় দেশের শিক্ষাবিদ, পার্লামেন্টের সদস্য এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে আলোচনা না করে জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রণয়ন করেছে। সে সময় থেকে সারাদেশে এই নয়া শিক্ষানীতি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে অল ইন্ডিয়া ডিএসও সহ বহু শিক্ষাবিদ ও ছাত্র সংগঠন। কারণ এই শিক্ষা নীতি চালু হয়ে গেলে আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা আর থাকবে না। শিক্ষার মান অনেকটাই নিচে নেমে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি এন্টান্স চালু হবে। ফলে সারা দেশের শিক্ষা নীতি নষ্ট হয়ে যাবে বলে তাদের আশঙ্কা। তাই শিক্ষা দপ্তরের অধিকর্তা মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে শিক্ষা নীতি প্রত্যাহারের দাবি জানানো হয় বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য।