স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের কর্মীরা একত্রিত হয়ে এক রক্তদান উৎসব অনুষ্ঠিত করে। শুক্রবার প্যালেস কম্পাউন্ড স্থিত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এন এইচ এম-র মিশন ডাইরেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল, স্বাস্থ্য অধিকর্তা রাধা দেববর্মা ও শুভাশিস দেববর্মা, পশ্চিম স্বাস্থ্য অধিকর্তা ডঃ দেবাশীষ দাস সহ অন্যান্যরা।
দানের মধ্যে সব চাইতে বড় দান রক্তদান। মানুষ এখন তাঁর বিশেষ দিনে রক্তদান করছে। মানুষকে যতবেশি উৎসাহিত করা হবে ততই রাজ্যের জন্য মঙ্গলদায়ক বলে জানান এন এইচ এম-র মিশন ডাইরেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল। রাজ্যের মানুষ সচেতন ও সৌভাগ্যবান বহিঃ রাজ্যের মত এই রাজ্যে রক্তনিয়ে কালোবাজারি হয় না। সেদিকে লক্ষ্য রেখে আগামী প্রজন্মকেও এগিয়ে আসতে আহ্বান জানান।