স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : শিক্ষায় বেসরকারীকরণ না করা, বিনামূল্যে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করা, শিক্ষক এবং অশিক্ষক পদের শূন্যপদ গুলি পূরণ করা সহ ১০ দফা দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন ত্রিপুরা কমিটির পক্ষ থেকে শুক্রবার শিক্ষা দপ্তরের একটি ডেপুটেশন প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন ত্রিপুরা কমিটির সম্পাদক অসিত দাস। তিনি জানান শিক্ষাকে বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য সরকার। রাজ্যের ৪২৮২ টি স্কুলের মধ্যে ১০০ টি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে বেসরকারিকরণ করার প্রচেষ্টা করছে। সরকারের বেসরকারিকরণ নিতি থেকে সরে আসতে হবে। নয়তো আগামীদিনের বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান তিনি। পাশাপাশি এদিন শিক্ষা ভবনের সামনে অল ইন্ডিয়া সেভ এডুকেশন ত্রিপুরা কমিটি দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়।