স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : বুধবার ব্যাংক কর্মীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার নর্দমায়। মৃত ব্যাংক কর্মীর নাম জয়ন্ত বৈদ্য। বয়স ৩০ বছর। এদিন সকালে শান্তিরবাজার মহকুমার লাউগাঙ এলাকায় একটি নর্দমা থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
এদিন বাড়ির পার্শ্ববর্তী এলাকায় একটি নর্দমায় তার দেহ দেখতে পায় প্রতিবেশীরা। মৃত জয়ন্ত বৈদ্য শান্তির বাজার স্টেট ব্যাংকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ফরেন্সিক টিম। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।