স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : মঙ্গলবার রাতে রাজধানীতে তান্ডব চালায় শাসক দলের বাইক বাহিনী বলে অভিযোগ। জানা যায় বাইক বাহিনী মাস্টার পাড়া এলাকার প্রদীপ কুমার মজুমদারের বাড়িতে হামলা চালায়। প্রদীপ কুমার মজুমদারের ছেলে পার্থজিৎ মজুমদার জানায় রাতের বেলায় সে বাড়িতে এসে দেখতে পায় ২০ থেকে ২৫ জন যুবক বাইক নিয়ে তাদের বাড়িতে এসে চিৎকার করছে। তখন সে পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে।
ঘরে প্রবেশ করার পর সে সামনের দিকে এগিয়ে আসার পর দুষ্কৃতিরা তাকে টানা হেঁচড়া শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগেই দুষ্কৃতিরা তাকে এবং তাঁর মা-বাবাকে মারধর শুরু করে। পরবর্তী সময় তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। তবে এলাকাবাসিরা দুই দুষ্কৃতিকে আটক করতে সক্ষম হয়। এলাকাবাসিরা প্রতিরোধ গড়ে তোলার পর দুষ্কৃতিরা ৬ টি বাইক ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আটক দুই দুষ্কৃতিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ টি বাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পশ্চিম আগরতলা থানার ওসি জানান ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। বেশ কয়েকটি বাইক উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ জমা পড়লে মামলা নথিভুক্ত করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাতের ঘটনাকে কেন্দ্র করে মাস্টারপাড়া এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় দুষ্কৃতিদের মধ্যে বেশ কয়েকজন বিজেপি সমর্থিত। এলাকাবাসির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে দুষ্কৃতিদের সকলকে চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য। তবে দুষ্কৃতিদের চিহ্নিত করে জালে তোলার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে পুলিশের। দুষ্কৃতিদের ফেলে যাওয়া ৬ টি বাইকের সুত্র ধরে এবং আটক দুই দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ চাইলেই বাকি দুষ্কৃতিদের জালে তুলতে পারবে। এখন দেখার বিষয় পুলিশ কতটা সক্রিয় ভূমিকা পালন করে।