স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : বিরক্ত হলে চলবে না। বিরক্তের কোন জায়গা নেই । মানুষের উপকারে আসার জন্য কর্মচারীদের বিরক্তের কোন স্থান নেই। বুধবার পেনশনার্স আদালতের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে একথা বললেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। বুধবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় পেনশনার্স আদালত।
অর্থ দপ্তরের উদ্যোগে হয় এই কর্মসূচি। নতুন ভাবে পেনসনে এখন থেকে যারা যাবেন অনলাইন সিস্টেমে তাঁরা ঢুকে যাবেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে, প্রাক্তন কর্মচারী নেতা তথা ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। মূলত কোন কর্মচারী পেনসনে গেলে উনার প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে সঠিক ভাবে পেনশন চালুর বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে। মন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বলেন, সমস্ত কিছুই রাজ্য সরকার অন লাইন সিস্টেম করেছে। একমাত্র পেনশনারদের পেমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকার অন লাইন ব্যবস্থা করতে পারেনি। তবে আজকে থেকে যারা পেনসনে যাবেন তাঁরা অন লাইন সিস্টেমে যাবেন বলে জানান তিনি। যা নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া আরো এক ধাপ এগিয়ে গিয়ে এই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। ফলে উপকৃত হবে অবসরে যাওয়া প্রবীণরা। এমনটাই অভিমত ব্যক্ত করলেন তিনি।