স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুন : ককবরক রোমান স্কিপের দাবিতে ফের একবার সরব হল রাজ্যের জনজাতি সংগঠন। বুধবার রাজধানীর উত্তর গেইট এলাকায় রাস্তার পাশে ধর্নায় বসে জনজাতি ৫৬ টি সংগঠন। এদিন ধর্না মঞ্চে নেতৃত্ব দেন প্রাক্তন মন্ত্রী তথা তিপ্রা মথার নেতৃত্ব মেবার কুমার জমাতিয়া। তিনি জানান, গত ৫০ বছর ধরে জনজাতিরা এই দাবি করে আসছে। কংগ্রেস সরকারের আমলে এই দাবির জন্য একটি ভাষা কমিশন গঠন করা হয়েছে।
১৯৯২-৯৩ সালে এ রিপোর্ট মিলে। রিপোর্টে জানা যায় ৮০ শতাংশ জনগণ ও জনজাতি ককবরক রোমান স্কিপ চায়। কিন্তু তারপরেও রোমান স্কিপ বাস্তবায়ন করেনি পূর্বতন বামফ্রন্ট সরকার। যা অত্যন্ত দুর্ভাগ্য বলে জানান মেবার কুমার জমাতিয়া। ভাষা কমিশনের রিপোর্ট নিয়ে এভাবে রাজনীতি করা ঠিক নয়। অবিলম্বে সরকারের কাছে ভাষা কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার জন্য দাবি জানান। আন্দোলনরত এক যুবক জানান সরকার যদি এই দাবি গুরুত্ব না দেয় তাহলে আন্দোলন সীমার বাইরে চলে যাবে। ধর্মনগর থেকে শুরু করে সাব্রুম পর্যন্ত চলবে আন্দোলন। কারণ ১৯৬৭ সাল থেকে জনজাতি অংশের মানুষ এই দাবি করে আসছে। তাই সরকার যাতে দ্রুত এই দাবি পূরণ করে। সকাল ১১ টা থেকে এই দিন বিকাল ৪ টা পর্যন্ত এই গণধর্না চলে উত্তর গেইট এলাকায়।