স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : খোয়াই সোনাতলা বাসুদেব বাড়ি এলাকায় বহির্রাজ্যের একটি মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা আটক করল পুলিশ।
মঙ্গলবার বেলায় একটায় গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ সোনাতলা বাসুদেব বাড়ি এলাকায় খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর উৎ পেতে বসে থাকে। তখন বহির্রাজ্যের এক মারুতি গাড়ি আসামাত্রই দাড় করিয়ে তল্লাশি করে পুলিশ। তখন গাড়ির গোপন কক্ষ থেকে উদ্ধার হয় ৫০ কেজি শুকনো গাজা। পুলিশ গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।