Sunday, January 26, 2025
বাড়িরাজ্যসাংসদের এসকর্টের ধাক্কায় গুরুতর ভাবে আহত আইসক্রিম বিক্রেতা

সাংসদের এসকর্টের ধাক্কায় গুরুতর ভাবে আহত আইসক্রিম বিক্রেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন :  পূর্ব ত্রিপুরা আসনের সাংসদের নিরাপত্তা রক্ষীদের এসকর্ট গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত এক আইসক্রিম বিক্রেতা। আহত আইসক্রিম বিক্রেতার নাম অনুকূল মালাকার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন তিলথৈ এলাকায়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে মঙ্গলকালী গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা অনুকূল মালাকার ধর্মনগর-পানিসাগর সড়কের উপর আইসক্রিম নিয়ে রাস্তায় রাস্তায় ফেরী করছিল।

 সেই সময়  আমবাসা থেকে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ব্যাবসায়ী সম্মেলনে যোগ দিতে আসছিলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। তিলথৈ এলাকায় আসার পর সাংসদের নিরাপত্তারক্ষীর TR01G/0824 নম্বরের এসকর্ট গাড়িটি ঐ আইসক্রিম বিক্রেতাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ব্যবসায়ী । পড়ে এসকর্ট গাড়ি করে নিরাপত্তারক্ষীর জোয়ানরা আহত ব্যক্তিকে নিয়ে আসে ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে শারিরীক অবস্থা অবনতির কারনে জেলা হাসপাতালে চিকিৎসক তাকে আইসোলেশনে রেখেছেন। কর্তব্যরত চিকিৎসক জানান আহত ব্যক্তির মাথায় গুরুতর ভাবে আঘাত লেগেছে। তাছাড়া কোমড় ও পায়ে ব্যাথা উপশম হচ্ছে। পরিক্ষা করে দেখা হচ্ছে কোমড় বা পা ভেঙ্গেছে কি না। ঘটনার খবর পেয়ে ছুটে আসে  ধর্মনগর থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য