স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : মহিলাদের কাছ থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ। বর্তমানে আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা রাজধানীর নতুননগর কো-অপারেটিভ এলাকায়। আহত ব্যক্তির নাম পার্থ দেব। পেশায় একজন গাড়ি চালক। জা
না গেছে মহিলাদের এক গ্রুপের হয়ে প্রশান্ত নামে এক ব্যক্তির স্ত্রীর কাছ থেকে এই যুবক ঋণ নেয়। কিস্তিতে দেওয়ার কথা বলে প্রায় ৪০ হাজার টাকা ঋণ নেয়। দুই কিস্তি সময় মতো দিতে পারলেও পার্থ চলতি মাসের ৫ তারিখ কিস্তি দিতে পারেননি। অভিযোগ এতেই ক্ষিপ্ত হয়ে সোমবার রাতের বেলা পার্থকে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেন প্রশান্ত নামে এই ব্যক্তি। ঘটনা জানতে পেরে রাতেই রামনগর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান পার্থ-র বড় ভাই। পরে আক্রান্ত প্রশান্তকে জিবিতে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।