স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : দিনে দুপুরে প্রকাশ্যে সরকারি অফিসে আধিকারিকের কক্ষে প্রবেশ করে চেয়ার, টেবিল, গ্লাস ভাংচুর করে পালিয়ে যায় আক্রমণকারীরা। ঘটনা কৈলাসহরের পূর্ত দপ্তরের নির্বাহী বাস্থকার কান্তি গোপাল দে-র অফিস কক্ষে। এই ঘটনায় পূর্ত দপ্তরের অফিস চত্বর সহ গোটা কৈলাসহরে তীব্র আতঙ্ক এবং উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ পূর্ত দপ্তরের অফিসে ছুটে আসে। পূর্ত দপ্তরের কৈলাসহর বিভাগের নির্বাহী আধিকারিক কান্তি গোপাল দে জানান, মঙ্গলবার দুপুরে দুইজন অপরিচিত যুবক উনার কক্ষে প্রবেশ করে জানতে চায়, সাম্প্রতিককালে কৈলাসহরে ১৯ টি কাজের টেন্ডার কি হয়েছে। দুই অপরিচিত যুবকের এই কথা শোনে বাস্তকার কান্তি গোপাল দে বলেন, এগুলো প্রসেসিং-এ রয়েছে। এই কথা শোনা মাত্রই দুই যুবক উত্তেজিত হয়ে গোপাল কান্তি দে-কে বলে তাদের আইন কানুন শিখাতে হবে না। সব গুলো কাজ শাসক দলের ছেলেদের নামে দিতে হবে। কাজগুলো বিজেপি দলের ছেলেরাই করবে। তিনি আরো বলেন গত এক সপ্তাহ ধরে বিভিন্ন লোক এসে অফিসে এভাবে হুমকি দিয়ে চলেছে। তারা সকলে শাসক দলের বলে পরিচয় দিচ্ছে। এভাবে তিনি চাকরি করতে পারবেন না জানান। বহুবার এভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে। বলা হচ্ছে উনার ক্ষতি করা হবে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। এদিনের ভাঙচুরের ঘটনায় গোটা অফিসের কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া মাত্রই কৈলাসহর থানার পুলিশ এবং টি.এস.আর ঘটনাস্থলে আসে।