আগরতলা, ৬ জুন (হি.স.) : ত্রিপুরা শিক্ষায় অনেকটাই এগিয়ে গেছে। রাজ্যে ডেন্টাল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজ সবিচালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কৃতি ছাত্র-ছাত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার বেশ কয়েকটি বনেদী স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় চলে গিয়েছে। তাতে এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে নতুন স্কুলগুলি প্রাধান্য পেয়েছে।
এদিন তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তাদের ফলাফলে গোটা ত্রিপুরার মানুষ খুশি হয়েছেন। তাঁর পরামর্শ, ভালো ফলাফলের পাশাপাশি সমাজে ভালো নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কৃতি ছাত্রছাত্রীরা সারা দেশের কাছে ত্রিপুরার নাম উজ্বল করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।তাঁর দাবি, উচ্চ শিক্ষার জন্য ত্রিপুরার বিশ্ব বিদ্যালয়গুলির পড়াশোনা গুনগত মান আরও বৃদ্ধি করার চেষ্টা চালিয়েছে ত্রিপুরা সরকার। বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে সরকার ছাত্র ছাত্রীদের পড়াশোনার দিকে বিশেষ নজর দিয়েছে।
কৃতি ছাত্র ছাত্রীদের পিছনে অধিক প্রাইভেট টিউশন থাকায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ত্রিপুরায় অধিক মাত্রায় প্রাইভেট টিউশন কেন রাখতে হয় সেই বিষয় নিয়ে শিক্ষা দপ্তরের সাথে আলোচনায় বসবেন।