স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : প্রকৃতির যা কিছু আছে তাঁকে রক্ষা করতে হবে। তবেই মানুষ নিরাপদ। সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে ভুতুরিয়া স্থিত প্রধান কার্যালয়ে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।
আরো বলেন প্রধানমন্ত্রী বলেছেন পরিবেশনের জন্য জীবনধারা। এই গুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের উপর গুরুত্ব দিতে হবে কর্মী ও ভোক্তাদের। সমস্ত সরকারী কার্যালয় গুলিতে সোলার প্ল্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। খাদ্যের অপচয় বন্ধ করতে মানুষকে সচেতন হতে হবে। এদিন তিনি মিলেট শস্যের ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন টি এস ই সি এল-র এম ডি দেবাসিশ সরকার, টিপিজিএল-র অধিকর্তা অনিল খান্না, পুষ্টি বিশেষজ্ঞ সুপ্রিকা দাস সহ অন্যান্যরা।