স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : যান দুর্ঘটনা আবারও কেড়ে নিল দুটি তরতাজা প্রাণ। ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। ভয়াবহ যান দুর্ঘটনাটি ঘটে রবিবার নিশ্চিন্তপুর ভারত- বাংলাদেশ নির্মীয়মাণ রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গেছে মোটর বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষে এই ঘটনা। অভিযোগ সজোরে স্কুটি এসে ধাক্কা লাগে মোটর বাইকে। সঙ্গে সঙ্গে সকলকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঘটনায় দুইজন প্রাণ হারান। তাঁরা হলেন বিষ্ণু দাস ও লিটন রায়। আহতদের মধ্যে একজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর আঘাত গুরুতর বলে জানা গেছে। অন্য দুইজন টি এম সি -তে ভর্তি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। তবে এই ধরনের দুর্ঘটনায় পেছনে মূলত রয়েছে প্রশাসনের দুর্বলতা। রাতের বেলা থানায় বসে থাকছে পুলিশ। আগরতলা শহরের প্রধান সড়কে একাংশ উর্মাদ যুবকের বাইকের দৌরত্মে অতিষ্ঠা হয়ে পড়েছে সাধারণ মানুষ। হয়তো তারা প্রান কেড়ে নিচ্ছে নয়তো তাদের প্রাণ যাচ্ছে। পুলিশ যদি সঠিক নজর দেয় তাহলে এ ধরনের দুর্ঘটনায় কিছুটা হলেও এড়ানো সম্ভব হবে।