স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : আবারো এক কিশোরীর অপহরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় গত শনিবার বিকালে রাজধানীর বাধারঘাট এলাকার ছাত্রী প্রাইভেট টিউশনে যাওয়ার পথে আমতলী থানার অন্তর্গত চৌমুনী বাজার নারায়ণ খামার এলাকা থেকে অপহরণ হয়েছে।
অভিযুক্ত সুমন ঘোষ এই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। জানা গেছে মেয়েটিকে এর আগেও সুমন ঘোষ অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। তখন মামলা করা হয়েছিল মেয়েটির পরিবারের পক্ষ থেকে। বর্তমানে এই অপহরণ এবং ধর্ষণের মামলাটি আগরতলা জেলা ও দায়রা জজের আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। প্রতি মাসে একবার করে হাজিরা দিতে হচ্ছে ঘটনার অভিযুক্ত সুমন ঘোষকে। আবারো এই ধর্ষণ এবং অপহরণের মামলার মূল অভিযুক্ত সুমন ঘোষ যুবতী মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। গত রবিবার মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় সুমন ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা করার ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও আমতলী থানার পুলিশ এখনো মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। সোমবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মেয়েটির মা জানান, চৌমুনী বাজার নারায়ণ খামার এলাকার সুভাষ ঘোষের ছেলে সুমন ঘোষ তাদের মেয়েকে বলপূর্বক অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন তারা। সুমন ঘোষ অপহরন এবং ধর্ষণের মামলা থেকে বাঁচার জন্য চক্রান্তমূলকভাবে মেয়েটি অপহরণ করেছে বলে অভিযোগ মেয়েটির পরিবারের পক্ষ থেকে। মেয়েটির মা প্রশাসন এর কাছে দাবি জানান অপহরণকারী সুমন ঘোষের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এবং দ্রুত মেয়েকে বের করে দেয় পুলিশ।