স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : দুই নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হলে এয়ারপোর্ট থানার পুলিশ। রবিবার রাতে পুলিশ গোপন খবরের ভিত্তিতে ভাগলপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ৫২ কেজি শুকনো গাঁজা।
পাশাপাশি আটক করা হয় ২ জনকে। এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রবিবার রাতে এয়ারপোর্ট থানার পুলিশ অফিসার বিকাশ দেববর্মার নিকট গোপন সংবাদ আসে ভাগলপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের বাড়িতে কিছু নেশা সামগ্রী মজুত রয়েছে। যে কোন সময় এই নেশা সামগ্রী বাংলাদেশে পাচার করা হতে পারে। তারপর এয়ারপোর্ট থানার পুলিশ যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে প্রসেনজিৎ বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে উদ্ধার হয় ৫২ কেজি শুকনো গাঁজা।
একই সাথে আটক করা হয় এই গাজার মালিক প্রসেনজিৎ বিশ্বাস ও লিটন দাসকে। উদ্ধার হওয়া গাজার কালো বাজারে মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।