Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যএলাকাবাসীর স্বার্থে এম্বুলেন্স তুলে দিলেন মুখ্যমন্ত্রী

এলাকাবাসীর স্বার্থে এম্বুলেন্স তুলে দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় রবিবার স্বামী বিবেকানন্দ ক্লাবের অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটার শম্পা চৌধুরী, অভিজিৎ মল্লিক, ক্লাবের সম্পাদক কমল দেব এবং সর্যু চক্রবর্তী সহ অন্যান্যরা।

 ক্লাব কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী। তারপর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, মহিলাদের উন্নয়ন না ঘটলে সমাজ, রাজ্য ও দেশের উন্নতি সম্ভব নয়। অন্যদিকে অত্র এলাকায় নেশার দৌড়াত্ম্য একটা সময় ছিল। যে কারনে ঘটত বহু অঘটন। নেশা মুক্ত ত্রিপুরা গড়তে শক্ত হাতে পদক্ষেপ নিচ্ছে সরকার। এই ক্ষেত্রে ক্লাব ও সামাজিক সংস্থা গুলির সক্রিয় ভূমিকা থাকতে হবে। কারন সমাজ গঠনে ক্লাবের বড় দায়িত্ব রয়েছে। একদল মানুষ কেবল সমস্যা হলেই ক্লাবে আসেন। এট ঠিক নয়। নতুন নতুন মানুষদের যুক্ত করতে হবে। বর্তমানে ক্লাব সংস্কৃতিতে পরিবর্তন ঘটেছে বলে জানান মুখ্যমন্ত্রী। হিংসাকে হাতিয়ার করে অর্থ বা নিজেকে অনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করতে যারা উদ্যোগী হবে তাদের কোন ভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য