ভুবনেশ্বর(ওডিশা), ৪ জুন (হি.স.) : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের আত্মীয়দের ৫ লক্ষ এবং আহতদের ১ লক্ষ টাকা এক্স-গ্রেশিয়া রবিবার ঘোষণা করলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওডিশার মুখ্যমন্ত্রীর কার্যালয় বলেছে, “মৃতদের নিকটাত্মীয়রা ৫ লাখ টাকা এবং যারা গুরুতর আহত হয়েছেন তারা ১ লাখ টাকা সহায়তা পাবেন।”
এই ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯৫ জন প্রাণ হারিয়েছে এবং ১ হাজার জনেরও বেশি মানুষ আহত হয়েছে। মুখ্যমন্ত্রীও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ট্রেন দুর্ঘটনার শিকার ব্যক্তিরা ভুবনেশ্বর এবং বালেশ্বরের মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ওডিশার মুখ্যমন্ত্রী দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।