স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : বেকার সমস্যা নিরসনের জন্য শনিবার টাউন হলে অনুষ্ঠিত হয় দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার অধীনে রাজ্য ভিত্তিক চাকুরি মেলা। গ্রামন্নোয়ন দপ্তরের অধীনে থাকা ত্রিপুরা গ্রামীন জীবিকা মিশনের উদ্যোগে হয় এই চাকুরি মেলা।
মূলত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার মাধ্যমে শিক্ষিত বেকার বা মেধাবী স্কুল ছুটদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মদ্যোগী করে তোলা। এই প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্য থেকে ৭০ শতাংশ কে পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থায় কাজের ব্যবস্থা করে দেওয়া। এদিনের চাকুরি মেলায় মোট ১৫ টি সংস্থা অংশ নেয়।
প্রশিক্ষন প্রাপ্ত ৮০০ জনের মধ্যে থেকে দক্ষতা অনুযায়ী চাকুরী প্রদান করবে সংস্থা গুলি। দেশের বিভিন্ন প্রান্তে তারা কাজের সুযোগ পাবেন। এদিনের চাকুরি মেলার সূচনা করেন বিধায়িকা অন্তরা সরকার দেব। ছিলেন স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশিস বসু, ত্রিপুরা গ্রামীন জীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহক প্রসাদ রাও সহ অন্যান্যরা।