-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন :১৯ জ্যৈষ্ঠ ত্রিকালদর্শী শ্ৰীশ্ৰী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান স্মরণোৎসব। এই উপলক্ষ্যে শনিবার রাজধানীর শ্ৰীশ্ৰী বাবা লোকনাথ মন্দির প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয় বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান।
তবে ইতিমধ্যেই তিরোধান স্মরণোৎসবকে কেন্দ্র করে মন্দির কমিটির উদ্যোগে ২১ মে অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবির। এরপর একাধিক কর্মসূচি করা হয়। শনিবার মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় পুজা। এরপর হয় বাল্যভোগ। দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গন মুখরিত হয় দিনভর।