স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : বৃহস্পতিবার রাতে বাধারঘাট রেল স্টেশন এলাকায় এক যুবককে বাড়ির মধ্যে বেধড়ক মারধর করে বলে অভিযোগ আমতলী থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনা সূত্রে খবর, আহত যুবকের বড় ভাই তপন দাস দীর্ঘদিন ধরে হোটেলের নামে বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। পুলিশ সেই সুত্র মোতাবেক গ্রেফতার করতে যায়।
কিন্তু ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় অভিযুক্ত ব্যক্তির ছোট ভাই রুপম দাসকে মারধর শুরু করে বলে অভিযোগ। তারপর বাড়ির লোকজনেরা রুপমকে উদ্ধার করে নিয়ে আসে আইজিএম হাসপাতালে। তার অবস্থা গুরুতর দেখে রেফার করা হয় জিবি হাসপাতালে। আহত রূপম দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহত রূপমের পরিবারের প্রশ্ন পুলিশ বাড়িতে প্রবেশ করে এভাবে মারধর করার অধিকার রয়েছে কিনা? ঘটনার পর শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ জিবি হাসপাতালে আসে নি আহত রূপমের খোঁজখবর নিতে। এদিকে ধৃত হোটেলের মালিক তথা রূপমের বড় ভাই তপন দাসকে পুলিশ আদালতে তুললে ১৪ দিনের জেল হাজতে পাঠায় বলে জানায় তার পরিবারের লোকজন।