স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : শুক্রবার চম্পকনগর এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী গাড়ি ধাক্কায় আহত হয় পঞ্চম রূপিণী দেববর্মা নামে এক গৃহবধূ। দুর্ঘটনার পর গৃহবধূর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে চম্পকনগর নগর হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়। আহত গৃহবধূকে জিবি হাসপাতালে আনার পর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ। গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয়।