স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : গভীর রাতে সিপাহিজলা নৌকাঘাট এলাকায় মুখে কালো কাপড় বেঁধে এক যুবকের বাইক ছিনতাইয়ের চেষ্টা। চড়িলামের বাসিন্দা লিটন দেবনাথ বৃহস্পতিবার ঘটনার বিবরণ জানিয়ে বিশালগড় থানায় মামলা দায়ের করে।
লিটন দেবনাথ জানায় সে আগরতলার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। তাই প্রতিদিন গভীর রাতে কাজ শেষে সে বাইক নিয়ে আগরতলা থেকে চরিলাম নিজ বাড়িতে যায়। বুধবার রাতে সে বাড়িতে যাওয়ার সময় সিপাহিজলা নৌকাঘাট এলাকায় দুই জন লোক মুখে কালো কাপড় বেধে আচমকা তার বাইকের সামনে চলে আসে। এবং তার বাইকটি দিয়ে দেওয়ার জন্য বলে। তখন সে তাদের পাস কাটিয়ে কোনক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাই সে ঘটনার বিষয় জানিয়ে বৃহস্পতিবার বিশালগড় থানায় মামলা দায়ের করেছে। সে সিপাহিজলা নৌকাঘাট এলাকায় রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানায়।