Saturday, January 25, 2025
বাড়িরাজ্যগাড়ি থেকে উদ্ধার ২০০০ টাকা নোটের বান্ডিল

গাড়ি থেকে উদ্ধার ২০০০ টাকা নোটের বান্ডিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ২ হাজার টাকার নোট বাতিল করেছে। আর ২০০০ টাকা নোট কিভাবে ব্যাংকে গিয়ে পরিবর্তন করা যাবে তার জন্য নির্দিষ্ট সময়সীমা এবং কত টাকা পরিবর্তন করতে পারবে সে বিষয়ে নির্দেশিকাও জারি করেছে। ফলে বেআইনিভাবে উপার্জন করা টাকা ব্যাংকে জমা করতে বিপদে পড়ে অনেকে। এরই মধ্যে বৃহস্পতিবার ২ হাজার টাকার নোটের ৫৬ লক্ষ টাকা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ।

 ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাফল্য পায় আমবাসা থানার পুলিশ। আসাম – আগরতলা জাতীয় সড়কের বেত বাগানস্থিত নাকা  পয়েন্টে যানবাহন চেকিং-এ বসে আমবাসা থানার পুলিশ। যান বাহন চেকিং করার সময় পুলিশ সন্দেহ জনক UP-64 AJ-4187 নাম্বারের একটি গাড়ি আটক করে। গাড়িতে বহিঃরাজ্যর তিন ব্যক্তি ছিল। তল্লাশি চালানোর পর পুলিশ গাড়িটিতে একটি গোপন চেম্বার লক করা অবস্থায় দেখতে পায়। এতে পুলিশের সন্দেহ হয়।

গাড়িতে থাকা যাত্রীদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানায় গোপন চেম্বারে নগদ টাকা রয়েছে। সাথে সাথে গাড়িটিকে আমবাসা থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিক আমবাসা থানায় ছুটে যান। পরবর্তী সময় ম্যাজিস্ট্রেটের সামনে গাড়ির গোপন চেম্বার খোলা হয়। দেখা যায় গোপন চেম্বারে কালো প্যাকেটের মধ্যে ২ হাজার টাকার নোটের ৫৬ লক্ষ টাকা রয়েছে। জেলা পুলিশ সুপার জানান আটক করা হয়েছে গাড়িতে থাকা বহিঃরাজ্যের তিন নাগরিককে। তাদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গেছে আগরতলা ও উত্তর প্রদেশে জুয়েলারির দোকান রয়েছে। বর্তমানে তারা ঘুরতে রাজ্যে এসেছে। আসার সময় ২ হাজার টাকার নোটের ৫৬ লক্ষ টাকা নিয়ে এসেছে। এই টাকা পরিবর্তন করার জন্য নিয়ে এসেছে। একজন ব্যক্তি এক সাথে ব্যাঙ্কে ২ হাজার টাকার নোটের ৫৬ লক্ষ টাকা জমা দিতে পারবেন না। তা জানার পরও কেন তারা ২ হাজার টাকার নোটের ৫৬ লক্ষ টাকা রাজ্যে নিয়ে এসেছে তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশেরও। এই টাকার সাথে নেশা বাণিজ্যের কোন যোগসূত্র নেই তো ? প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে। যদিও পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবং ঘটনার তদন্তে নেমেছে। এই বিপুল পরিমাণ টাকার পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য