স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : অপহরণ করে নাবালিকাকে পার্কে নিয়ে তিন যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনা টেপানিয়া পার্কে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গত ছয় মাস আগে থেকে সামাজিক মাধ্যম তথা ফেসবুকে এক যুবক উদয়পুরে এক নাবালিকার সাথে ভালোবাসা সম্পর্ক তৈরি করে।
বৃহস্পতিবার অভিযুক্ত সোহেল মিঞা নাবালিকা মেয়েটিকে দেখা করার জন্য ফোন করে বলে। সে মোতাবেক নাবালিকা মেয়েটি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে টেপানিয়া ইকো পার্কে চলে যায় দেখা করার জন্য।
সেখানে গিয়ে দেখতে পায় তিন যুবক তার জন্য অপেক্ষা করছে। তাদের আচরণে কিছুটা সন্দেহ হয় নাবালিকা মেয়েটির। এ বিষয়টি বুঝতে পেরে মেয়েটি বাড়িতে চলে আসার চেষ্টা করলে তিনজন যুবক মিলে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গণ ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর মেয়েটিকে রাজারবাগ এলাকায় এনে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় তিন যুবক।
মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে সবকিছু খুলে বলার পর বিষয়টি সামনে আসে। তারপর আর কে পুর মহিলা থানায় এসে অভিযোগ দায়ের করা হয় তিন যুবকের বিরুদ্ধে। এদিকে এই ঘটনার খবর পেয়ে একটি সংস্থার পক্ষ থেকে থানায় এসে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন। কিন্তু তাদের অভিযোগ তিন যুবক শ্লীলতাহানি করেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে গণধর্ষণ নাকি শ্লীলতাহানি।