স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : প্রতিদিনের মতো উদয়পুর সেন্ট্রাল রোডে ফাস্ট ফুড ব্যবসা করে সংসার প্রতিপালন করে আসছে গৌতম সাহা নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার রাতে উদয়পুর গকুলপুর নিবাসী অন্ত দাশ ও তার অপর বন্ধু অসীম কারাই গৌতমের দোকানে এসে দশ টাকার টিফিন দিতে বলে। মালিক যথারীতি দশ টাকার টিফিন দেন।
কিছুক্ষণ পর অন্ত দাশ এসে গৌতমকে বলে টিফিন কম হয়েছে। এনিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। এরপর অন্ত খালি বিয়ারের বোতল এনে গৌতমকে আক্রমণ করে। এতে গৌতম দোকানের সামনে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ঘটনাস্হলে ছুটে আসে। পরিস্থিতি দেখে রাধাকিশোরপুর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই এলাকার ব্যবসায়ীরা দুই বখাটে ছেলেকে ধরে উওম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে আহত গৌতমকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।