Friday, January 24, 2025
বাড়িরাজ্যসরকার ছাটাই করতে চলেছে ৪ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা : সি...

সরকার ছাটাই করতে চলেছে ৪ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা : সি আই টি ইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : রাজ্যে ৯৯১১ টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। ১৯,৮২২ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই সেন্টারগুলির মধ্যে কাজ করেন। এর মধ্যে প্রায় চার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীকে ৩০ মে থেকে ছাটাই করে দিতে চলেছে। এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ অমানবিক। সোমবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে এই কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত।

 তিনি বলেন, সারা দেশে ২০১২ সালে ২২ অক্টোবর সংশ্লিষ্ট দপ্তর থেকে বলা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাকে ৬৫ বছরের মধ্যে চলে যেতে বলার জন্য। তাদের নির্ধারিত ৬৫ বছর পর্যন্ত সময়সীমা রেখেছিল তৎকালীন সময়ে। এর মধ্যে ২০২১ সালে ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং ডাবল বেঞ্চে পক্ষ থেকে নির্দেশ দিয়ে বলে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ৬৫ বৎসরের মধ্যে ছাটাই করার। পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এটা রাজ্য সরকারের বিষয়। এতে এখন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সরকার সেই নিয়ম নীতি না মেনে পেষট্টি বছরের আগেই ছাটাই করে দিচ্ছে বহু অঙ্গনওয়াড়ি কর্মীকে।

তাই এভাবে নিয়ম-নীতির বাইরে গিয়ে ছাটাই বন্ধ করা এবং ৯ হাজার টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদের পেনশনের ব্যবস্থা করা সহ ৩ লক্ষাধিক টাকায় গ্যাচুইটির ব্যবস্থা করার দাবি জানাচ্ছে সিআইডিইউ। পাশাপাশি পুরনো পেনশন স্কিম পরিবর্তন করে নতুন পেনশন স্কিম নিয়ে এসেছে সরকার। এর বিরুদ্ধে সকলকে এগিয়ে এসে সরকারকে পুরনো পেনশন স্কিম চালু করার জন্য দাবি জানান তিনি। আরো বলেন, ধর্মনগর এবং পানিসাগরে দেখা গেছে প্রায় আই সি ডি এস -এর ১৫৬ টি সেন্টারে ৩১২ জন কর্মী গত এপ্রিল মাসে মজুরি এবং ফিডিং বিল তারা এখনো পাচ্ছে না। এবং সেখানে ২৬ জন রিয়াং শরণার্থী থেকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। এ নিয়ে সংঘাত সৃষ্টি হয়েছে সেখানে। তিনি আরো বলেন, এ সরকারের কোন মানবিকতা নেই। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী পাঞ্চলী ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য