Monday, January 13, 2025
বাড়িরাজ্যভাজপার শক্তি কেন্দ্রের ইনচার্জ গ্রেপ্তার

ভাজপার শক্তি কেন্দ্রের ইনচার্জ গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : মন্ডলের কতিপয় নেতাদের প্রশ্রয় গোটা প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে চলছে নেশার রমরমা বলে অভিযোগ। মন্ডলের বড় মাপের নেতাদের রোজগার হচ্ছে মোটা অংক। বহুবার পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও গ্রেপ্তার হচ্ছে না এলাকার নেশা কারবারিরা। তাই প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগৎপল্লী এলাকার মহিলারা নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর হয়ে ময়দানে নামতে বাধ্য হয়েছে।

 রবিবার রাতের বেলা এলাকার মহিলারা ঐক্যবদ্ধ হয়ে এলাকার নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু অভিযানের সময় ৫ নং শক্তি কেন্দ্রের শাসক দলের ইনচার্জ তথা প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ উত্তম পালের বাড়িতে অভিযান চালাতে যায় মহিলারা। তখন উত্তমের স্ত্রীর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলায় অল্পবিস্তরে আহত হয় এলাকার মহিলারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। উত্তম পালকে গ্রেপ্তার করে ইজ্জত বাচায় পুলিশ। অভিযুক্ত উত্তম পালের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বাকিদের জালে তোলার জন্য দাবি তুলেছে।

সোমবারও সকাল থেকে এলাকার মহিলারা রাস্তায় নামে নেশা বিরোধী অভিযান করতে। তখন এক যুবককে আটক করে তাকে পেটাই করার পর জানতে পারে এলাকার সবজি বিক্রেতা বিকাশ দাসও নেশা সামগ্রী বিক্রি করে তাদের কাছে। বিকাশের বাড়ি শীলটিলা এলাকায়। আর এই খবর পৌঁছায় মন্ডলের কানে। সাথে সাথে মন্ডল বিষয়টি ধাপাচাপা দিতে এলাকার নেশা কারবারি এবং মহিলাদের ডেকে বৈঠক করে বলে সূত্রে খবর। পুলিশ সুষ্ঠু তদন্ত করে উত্তম এবং বিকাশের নেশার নেটওয়ার্ক কতটা ভাঙতে পারে সেটাই এখন দেখার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য