স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : মা কথা দিয়েছিল প্রতিদিনের মতো স্কুল থেকে এসে আজকেও নিয়ে যাবে। কিন্তু প্রতিদিনের মতো স্কুলে দিয়ে আনতে যায় নি মা। এমন তো কথা ছিল না। চোখ জলজল করে এভাবেই যেন পালিয়ে যাওয়া গৃহবধুর দশ বছরের ছেলে তার আবেগ ব্যক্ত করতে চাইছে। ঘটনা উদয়পুর ধ্বজনগর এলাকায়।
জানা যায়, দশবছর আগে উদয়পুর ধ্বজনগর এলাকার নিতাই দাশের সঙ্গে বিয়ে হয়েছিল উদয়পুর ছাতারিয়ার লিপিকা সরকারের সঙ্গে। নিতাই পেশায় একজন দিনমজুর। বিয়ের পর দুইজনের সংসার ভালো চলছিল। এর মধ্যে লিপিকা দুই ছেলের মা হয়েছে। বড়ছেলেকে এলাকার একটি বিদ্যালয়ে ভর্তি করায়। ছোট ছেলে এখনও ঠিক ভাবে হাঁটতে কিংবা কথা বলতে পারে না। বড় ছেলেকে প্রতিদিন বাড়ির পাশে বিদ্যালয়ে দিয়েও আসে তার মা লিপিকা। কয়েক দিন আগে রড় ছেলেকে বিদ্যালয়ে দিতে যাওয়ার নাম করে ছোট ছেলেকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয়।
বড় ছেলেকে বিদ্যালয়ে দিয়ে আর বাড়ি আসে নি লিপিকা। সকাল থেকে দুপুর গড়িয়ে রাত হয়েছে আর বাড়িতে ফিরে আসেনি লিপিকা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সোমবার উদয়পুর রাধা কিশোর পুর থানায় নিখোঁজ ডায়রি করা হয়। শিশু পুত্রটি জ্বলজ্বল চোখে তার মাকে খুঁজে পেতে চায় বলে জানায়। এখন দেখার বিষয় পুলিশ লিপিকার সন্ধানে কতটুকু সাফল্য অর্জন করতে পারে সে দিকে তাকিয়ে আছে এলাকার লোকজন সহ পরিবারের সকলে। এদিকে পরিবারের লোকজনদের সন্দেহ এলাকার এক বখাটে ছেলে শঙ্খদীপ সূএধরের সঙ্গে পালিয়ে যেতে পারে।