স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : চুরি করতে এসে নিজেই ধরা দেওয়ার ফন্দি বের করল চোর। ঘটনা শনিবার গভীর রাতে রাজধানীর বি কে রোড এলাকায়। ঘটনার বিবরণের জানা যায় শনিবার গভীর রাতে পূর্ব থানার অন্তর্গত বি কে রোড এলাকায় চুরি করতে যায় এক চোর।
দুই পাকা ভবনের মাঝ দিয়ে ছাদ থেকে নেমে দ্বিতল ভবনের জানালা দিয়ে ঘরে প্রবেশ করতে নামার সময় আটকে পড়ে দুই পাকা ভবনের মাঝে। পরে তার চিৎকার শুনে বাড়ির লোকজনেরা জানালা খুলে দেখে আটকে আছে চোর। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে তাকে উদ্ধার করে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের অভিযোগ এলাকায় চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে একটি গ্যাং। পুলিশ ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করলে বের হবে গোটা গ্যাং -এর নাম গোত্র।