স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : যতদিন না পর্যন্ত ড্রেইন পরিষ্কার হবে ততদিন ড্রেইন পরিষ্কার করবেন কৈলাসহরের পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে। জানা যায়, বহুদিন পর এক টানা মুশুলধারে বৃষ্টিতে শনিবার কৈলাসহর পুর এলাকায় জল জমে যায়। ড্রেনই পরিষ্কারের উদ্যোগ না নেওয়ায় জলের নিচে চলে যায় শহরের বেশ কিছু রাস্তা।
আর তাতেই নতুন কালীবাড়ি থেকে থানা এলাকায় বিভিন্ন জায়গায় জল জমে ড্রেইনের নোংরা জল প্রবেশ করতে থাকে। মানুষের বাড়ি ঘরের উঠোন পর্যন্ত জলের নিচে তলিয়ে যায়। পুর পরিষদ এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেইন অপরিষ্কার থাকায় এই ধরনের বিপত্তি ঘটে বলে মানুষের ধারনা। একসময় নোংরা জলের গন্ধ সহ্য করতে না পেরে শহরের অনেকেই পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে -কে এই বিষয়ে জানান। পরে সামাজিক মাধ্যমে তিনি এই বিষয় নিয়ে জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে বলেন যে সঠিক ভাবে কাজ করতে না দেওয়ায় এই বিপত্তি !
তবে কে উনাকে কাজ করতে দিচ্ছেনা সেই বিষয়ে সামাজিক মাধ্যমে কিছু বলেননি কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে। শেষ পর্যন্ত জনসাধারণের অজস্র ফোনে রবিবার সকাল আনুমানিক আটটা নাগাদ নিজেই হাতে কুদাল এবং দা নিয়ে শহরের নোংরা ড্রেইন পরিষ্কার করতে শুরু করেন দিশেহারা ভাইস চেয়ারম্যান নীতিশ দে। নীতিশ দে ড্রেইন পরিষ্কার করা দৃশ্য দেখে শহরের বেশ কিছু লোক স্ব-ইচ্ছায় এগিয়ে আসেন এবং তারাও ড্রেইনের নোংরা পরিষ্কার করার কাজে হাত লাগায়। ভাইস চেয়ারম্যান জানান জনগন ভোট দিয়ে জয়ী করেছে। তাই জনসাধারণের জন্য কাজ করা দায়িত্ব। টেন্ডার হতে দেরী হওয়ায় নোংরা আবর্জনা জমেছে শহরের প্রায় প্রতিটি ড্রেইনে। যার কারনে জল জমে ফুলে ফেঁপে উঠছে।
আর তাই দায়িত্ব না এড়িয়ে নিজেই শহরবাসীকে জল মুক্ত করতে এই উদ্যোগ। তিনি এও জানান পুর পরিষদ থেকে যতদিন পর্যন্ত টেন্ডারের মাধ্যমে ড্রেইনের নোংরা পরিষ্কার হচ্ছে না ততদিন সকালে এক ঘন্টা করে বিভিন্ন পুর এলাকার ওয়ার্ডে ড্রেইন পরিষ্কার করবেন নীতিশ দে। তবে পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন কে কেন শহরের ড্রেইন পরিষ্কার করতে নিজেই নামতে হল ময়দানে তা নিয়ে জল্পনা বাড়ছে সর্বত্র। তবে কি নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল নাকি অন্যান্য কাউনসিলরদের অসহযোগীতাই এর মূল কারন তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র। তবে নীতিশ বাবুর আজকের এই উদ্যোগে খুশি শহরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।