স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : কুখ্যাত নেশা কারবারীকে আটক করতে গিয়ে আক্রান্ত নতুন বাজার থানার ওসি। আক্রান্ত হওয়া ওসির নাম প্রীতিময় চাকমা। অভিযুক্ত নেশা কারবারীর নাম কবীর হোসেন।
অভিযুক্ত নেশা কারবারি এবং তার পরিবারের লোকজনেরা এদিন ওসি -কে মারধর করে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে নতুন বাজার থানার ওসি পুলিশ নিয়ে সিভিল পোশাকে নেশা কারবারিকে জালে তুলতে যায়। সে সময় ওসি -কে ধরে রেখে নেশাকারবারি কবীর হোসেন তার স্ত্রীকে ডাকে। ছুটে আসে তার স্ত্রী। তারপর ওসিকে মারধর শুরু করে বলে অভিযোগ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।