স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : বি এস এফ জওয়ানরা আটক করল বার্মা থেকে রাজ্যে পাচারের জন্য আনা ৮৭ টি গরু। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থানার অন্তর্গত শিববাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বার্মার উন্নত প্রজাতির ৮৭ টি গরু আটক করা হয় এদিন। বার্মা থেকে মিজোরাম হয়ে পাচারের জন্য উন্নত প্রজাতির গরুগুলোকে রাজ্যে নিয়ে আসা হয়।
মোট ১৮ গাড়ি করে পাচার কার্য চলছিল। ১৫ টি বলেরো পিকআপ, ২ টি সরাজ মেজদা, ১ টি স্করপিও। গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোর আনুমানিক ৪ টা নাগাদ শিববাড়ি এলাকায় গরু বোঝাই গাড়িগুলোকে আটক করে বিএসএফ জওয়ানরা। ১৮ টি গাড়িতে মোট ৮৭ টি গরু উদ্ধার করা হয়। ৮৭ টির মধ্যে ৩ টি মৃত, ৩ টি অসুস্থ গরু ছিল। উদ্ধারকৃত গরুগুলি উন্নত প্রজাতির। এই গরুগুলির আনুমানিক বাজার মূল্য ৯ কোটিরও অধিক হবে বলে জানা গেছে।
এই প্রথম রাজ্যে পাচারের জন্য আনা এত বিশাল সংখ্যক গরু একসাথে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তিনটি গরু মৃত অবস্থায় পাওয়া গেছে সেগুলির মৃত্যুর কারণ হলো গরুগুলি পাচারের জন্য যে গাড়ি ব্যবহৃত হয়েছে তার মধ্যে ছিল জায়গার সংকূলন। এবং তিনটি গরু অসুস্থ হয়ে গেছে। পাচারে অত্যন্ত অমানবিক চিত্র ফুটে উঠেছে এই দিন। তবে স্থানীয়দের কাছ থেকে দাবি উঠেছে পুলিশ প্রশাসন এবার গা ঝাড়া দিয়ে এই ঘটনার সাথে জড়িত গোটা গ্যাং জালে তোলার জন্য।