স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে প্রদেশ বিজেপির তৃণমূল স্তরে চলছে কর্মসূচি নিয়ে কার্যকারিনী বৈঠক। উপস্থিত থাকছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী। ভাজপার বিভিন্ন স্তরের কর্মীদের পক্ষ থেকে কি ধরনের কর্মসূচি কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে বিষয়ে হয় ম্যারাথন বৈঠক।
রবিবার প্রদেশ মহিলা মোর্চার কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ে এ দিনের বৈঠকে পাঠ নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি হতে চলেছে। নয় বছরে প্রধানমন্ত্রী সমাজের সব অংশের মানুষের জন্য যে জনকল্যাণমুখী কাজকর্ম সম্পন্ন করেছে সে বিষয়ে জনসম্মুখে তুলে ধরতে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর জন্য সময়সীমা স্থির করা হয়েছে আগামী ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত।
এই নির্ধারিত সময়ের মধ্যে কিষান মোর্চা, মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি, এসটি, ওবিসি এবং মাইনোরিটি মোর্চাও পৃথকভাবে অংশগ্রহণ করবে। তাই এই কর্মসূচি গুলি যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান রাজীব ভট্টাচার্য। এদিনের কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন উপদেশ মহিলা মোর্চা সভানেত্রী ঝর্ণা দেববর্মা, পাতাল কন্যা, মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।