Friday, March 29, 2024
বাড়িজাতীয়বিগত ৯ বছরে জনগণের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার : অনুরাগ...

বিগত ৯ বছরে জনগণের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার : অনুরাগ সিং ঠাকুর



নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): বিগত ৯ বছরে জনগণের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শনিবার নতুন দিল্লিতে ৯ বছর – সেবা, সুশাসন ও গরিব কল্যাণে একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ক্রমাগত উন্নয়নমূলক ও কল্যাণমূলক প্রকল্পগুলি শেষ মাইল পর্যন্ত পৌঁছে দিয়ে মানুষের জীবনকে সহজ করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সরকার দরিদ্র মানুষকে তিন কোটি ৫০ লক্ষ পাকা ঘর দিয়েছে যা সরকারের প্রতিশ্রুতি পুনব্যক্ত করে। আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে অবাধ দুর্নীতি ছিল। কিন্তু এখন স্বচ্ছতা ও জবাবদিহিতা শাসনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তিনি বলেন, এসব প্রচেষ্টার ফলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে সাম্প্রতিক বছরগুলিতে বিশ্ব মঞ্চে দেশের মর্যাদা বেড়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য