স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : মর্মান্তিক দুর্ঘটনায় বলি গাড়ি চালক। ঘটনা শনিবার বিশ্রামগঞ্জ এলাকায়। গুরুতর আহত অবস্থায় চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় এই চালককে পাঠিয়ে দেওয়া হয় আগরতলার জিবি হাসপাতালে।
জিবি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত এই চালকের নাম সুব্রত দাস। বাড়ি উদয়পুর ড্রপ গেট এলাকায়। মৃত চালক সুব্রত দাস দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে দাবি করেছেন তারই এক সহকর্মী।