স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ককবরক ভাষাকে রোমান হরফে যাতে লেখার অনুমতি দেওয়া হয় সেজন্য একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সেই চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রী যে উত্তর দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারেনি তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। আন্দোলনে পুলিশের বিরুদ্ধে মানবিকহীনতার অভিযোগ তুলেছে ফেডারেশন। কারণ পুলিশের সেই ভূমিকায় আহত হয়েছে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির একাধিক কর্মী। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে করে এ কথা জানান তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের নেতৃত্ব।