Monday, January 13, 2025
বাড়িরাজ্যবাজারে প্রশাসনের অভিযান

বাজারে প্রশাসনের অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : মেয়াদ উত্তীর্ণ খাবারের রমরমা বাজারে। ভোক্তাদের অভিযোগে শেষ পর্যন্ত নড়েচড়ে বসলো খাদ্য দপ্তর। কারণ বিভিন্ন বাজারের থাকা দোকান গুলিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রয় সহ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ প্রায়ই উঠে আসে। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার দুর্গা চৌমুহনী বাজারে সদর মহকুমা প্রশাসনের নির্দেশ অভিযান চালানো হয়।

অভিজানে ছিলেন ডিসিএম সুবর্ণ মুড়াসিং সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা। ডিসিএম সুবর্ণ মুড়া সিং জানান ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ পেয়ে এইদিন অভিযানে নেমেছেন। অভিযানকালে এইদিন খাদ্য সামগ্রীর মূল্য, ওজন, গুনমান এবং মেয়াদ খতিয়ে দেখা হয়। ডিসিএম সুবর্ণ মুড়াসিং জানান মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী পাওয়া গেলে সেই গুলি বাজেয়াপ্ত করা হচ্ছে। পাশাপাশি আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী সময়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য