Saturday, July 27, 2024
বাড়িরাজ্যব্যক্তিস্বার্থে কাজ করা নেতাদের রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : সুশান্ত

ব্যক্তিস্বার্থে কাজ করা নেতাদের রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : সুশান্ত


আগরতলা, ২৬ মে(হি.স.) : জনগণের স্বার্থ ভূলে যে রাজনৈতিক দলের নেতারা ব্যক্তিস্বার্থে কাজ করেছিলেন, জনগণ তাদের ছুড়ে ফেলে দিয়েছে। ফলে, অনেক রাজনৈতিক দল এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। আজ ১০-মজলিশপুর বিধানসভা মন্ডল বিজেপির কার্যকারিণী বৈঠকে এভাবেই সুর চড়ালেন স্থানীয় বিধায়ক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, বিজেপি হচ্ছে মতাদর্শ ভিত্তিক সুসংবদ্ধ সংগঠনের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি দল।বিভিন্ন মতাদর্শ, জাতি, ধর্ম, অর্থনৈতিক স্বার্থ এবং কর্মপন্থার বিভিন্নতার ঊর্ধ্বে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে দিক্ষীত হয়ে আমাদের সবাইকে জনগণের স্বার্থে কাজ করে যেতে হবে। তাই নিয়মিতভাবে ধৈর্য সহকারে জনগণের অভাব অভিযোগ শুনতে হবে এবং তাদের উত্থাপিত সমস্যার সমাধান করতে হবে। বিজেপির প্রতিটি কার্যকর্তার মূল লক্ষ্য দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা।

তিনি আরো বলেন, দায়িত্ববান রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের প্রতিটি কার্যকর্তাকে জাতীয় স্বার্থে উদ্বুদ্ধ হতে হবে। বিজেপির প্রত্যেক কার্যকর্তাদের সমগ্র জাতির স্বার্থ সাধনে আত্মনিয়োগ করতে হবে।

তাঁর কটাক্ষ, ইতিহাস সাক্ষী আছে জনগণের স্বার্থের কথা মাথায় না রেখে যে রাজনৈতিক দল কাজ করেছে জনগণ তাদের ছুড়ে ফেলে দিয়েছে। জনগণের স্বার্থের জন্য কাজ না করে শুধুমাত্র নিজেদের ব্যক্তিস্বার্থের জন্য কাজ করা অনেক রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।

তাঁর দাবি, প্রত্যেক রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হল জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এবং শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা।এই মানসিকতা নিয়ে কাজ করে গেলে দেশ ও রাজ্যের লাভ হবে। ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাকে একই মনমানসিকতা ও মতাদর্শে সুসংবদ্ধ হতে হবে, বলেন তিনি।

তিনি হুশিয়ারী দিয়ে বলেন, বিজেপির নাম ভাড়িয়ে কোন ধরনের অনৈতিক কাজে কেউ যুক্ত হলে ভবিষ্যতে দল তাঁদের পাশে দাঁড়াবে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য