স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলা নজরুল একাডেমীতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ কর্পোরেটর এবং তথ্যসংস্কৃতি দপ্তরে আধিকারিকেরা।
সকলে কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। পরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসেবে জানি। কারণ তিনি ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামীদের উদ্ভূত করেছিলেন।
আজকের দিনেও কাজী নজরুল ইসলাম প্রসঙ্গিক বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন কাজী নজরুল ইসলামের গান কবিতা নাটক সবকিছুর মধ্যেই এক অন্যতম অনুভূতি রয়েছে। তাই কাজী নজরুলের প্রতি শ্রদ্ধা আজ সারা রাজ্যে প্রত্যেকটি মহকুমাতে পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন কাজী নজরুল ইসলাম মাগ দর্শন সামনে রেখে গেছেন তা সামনে রেখে এগিয়ে যেতে চায় সরকার। এবং কবির চিন্তাধারা আজও গবেষণা হয়। মুখ্যমন্ত্রী বলেন কবি হয়তো শারীরিকভাবে আজ আমাদের সাথে নেই, কিন্তু তিনি মননে এবং স্মরণে বর্তমান।