Friday, January 24, 2025
বাড়িরাজ্যবি এস এফ জওয়ানদের হাতে আক্রান্ত ৪

বি এস এফ জওয়ানদের হাতে আক্রান্ত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : বিএসএফ জওয়ানদের লাঠির ঘায়ে গুরুতর আহত চারজন। ঘটনা কোনাবন রাধানগর এলাকায়। ঘটনায় বি এস এফ কমান্ডার সুরেন্দ্র সিং নেতৃত্বে দুই মহিলা সহ দুইজন পুরুষকে গুরুতর আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সারারাত ব্যাপী উত্তপ্ত ছিল রাধানগর এলাকায়। পরবর্তী সময়ে আহত অবস্থায় দুই মহিলা সহ সর্বমোট চারজনকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়।

পরবর্তী সময় অভিযুক্ত কোম্পানি কমান্ডার সুরেন্দ্র সিংহের বিরুদ্ধে মধুপুর থানায় মহিলাদের উপর নির্যাতন এবং বাড়ি ঘরে হামলা চালানোর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরনে প্রকাশ, গত কয়েকদিন যাবত কমলাসাগর মিয়াপাড়া এলাকার বিভিন্ন বাড়ি ঘরে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছিল বি এস এফ আধিকারিক সুরেন্দ্র সিং। তিনি মিয়াপাড়া ক্যাম্পে আসার পর থেকেই সীমান্ত এলাকার জনগণের উপর আক্রমণ নামিয়ে আনছে। যারা এলাকায় পাচারকারীর সাথে যুক্ত তাদেরকে ছাড় দিয়ে সাধারণ জনগণের উপর আক্রমন চালিয়ে যাচ্ছে। ব্যতিক্রম হয়নি সোমবার। এদিন রাত আনুমানিক নয়টা নাগাদ কুনাবন রাধানগর এলাকার হরিপদ লস্করের বাড়ির মধ্যে রাজু লস্কর সহ অন্যান্য বন্ধুরা মিলে কেরাম বোর্ড খেলছিলেন। এমন সময় কোম্পানি কমান্ডার সুরেন্দ্র সিং বেশ কয়েকজন বিএসএফ নিয়ে এসে আচমকা তাদের উপর আক্রমণ চালায়।

আক্রমণের তীব্রতা এত ছিল তাদের চিৎকারে এলাকার সকল জনগণ জড়ু হয়ে যায়। তার মধ্যে ছুটে আসে রাজু লস্করের বাবা হরিপদ লস্কর, মা মিঠু লস্কর সহ পার্শ্ববর্তী বাড়ির মহিলা কাকলি দাস। কিন্তু মাতাল জওয়ানদের হাত থেকে তারাও রক্ষা পায়নি। পরে এলাকাবাসী প্রতিবাদ করে তুললে ঘটনাস্থল থেকে চলে যায় তারা। এলাকাবাসী আহত অবস্থায় চারজনকে প্রথমে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তাদের অবস্থা গুরুতর হওয়াতে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। এদিকে এলাকার জনগণের অভিযোগ সীমান্তের মিয়াপাড়া, রাধানগর, কুনাবন ও হরিহরদুলা ছাড়াও বিভিন্ন এলাকার মধ্যে কোম্পানি কমান্ডার সুরেন্দ্র সিং অত্যাচার চালিয়ে যাচ্ছে। এমনকি কসবা কালী মন্দিরে আসার পর্যটকরা ও বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে। তবে যতদূর খবর পুলিশের সুষ্ঠু তদন্তে বের হয়ে আসতে পারে কি কারণে বিএসএফ জওয়ানরা এদের লাঠিচার্জ করেছে। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য