স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : ধর্মনগরের আলগাপুরে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে আক্রান্ত হয় দমকল কর্মীরা। মোহন সিং নামে এক দমকল কর্মীর উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে রবিবার রাতে। এই ঘটনার পর দমকল আধিকারিক ধর্মনগর থানায় মামলা দায়ের করে।
অবশেষে সোমবার অভিযুক্ত সুজিত দেবকে গ্রেপ্তার করে ধর্মনগর থানার পুলিশ। জানা যায় রবিবার রাতে আলগাপুরে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ধর্মনগরের অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই রাতে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের উপর অতর্কিতে আক্রমণ চালায় সুজিত দেব নামে এক ব্যক্তি। পেশায় গাড়ি চালক। আহত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। এই ঘটনায় সোমবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানানো হয় ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের পক্ষ থেকে। অবশেষে সোমবার রাতেই অভিযুক্ত সুজিত দেবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানায় পুলিশ। ধর্মনগরের আলগাপুরে দমকল বাহিনীর উপর হামলার ঘটনায় জড়িতের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।