Sunday, September 8, 2024
বাড়িরাজ্যবাল্যবিবাহ রুখতে সাহসীকতার ভূমিকার কুর্ণিশ জানান মুখ্যমন্ত্রী

বাল্যবিবাহ রুখতে সাহসীকতার ভূমিকার কুর্ণিশ জানান মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : বাল্যবিবাহ রোধে দৃষ্টান্ত স্থাপন করল বিলোনিয়া আমজাদ নগর বিদ্যালয়ের ছাত্রী জোৎস্না আক্তার। এই ছাত্রীর ভূমিকার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার মু্খ্যমন্ত্রী নিজ নেট মাধ্যমে পোস্ট করে এ বিষয়ে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী জানান, অপরিণত বয়সে বিবাহ মেয়েদের শারীরিক মানসিক গঠনে মারাত্মক কুপ্রভাব ফেলে। সামাজিক ব্যাধি নির্মল করতে শুধুমাত্র প্রশাসনিক হস্তক্ষেপ নয়, সমাজকে জাগ্রত হতে হবে।

 আমজাদ নগর বিদ্যালয়ের ছাত্রী এর দৃষ্টান্ত। পাশাপাশি দক্ষিণ জেলার প্রশাসনকে তাদের কার্যকরী ভূমিকা সাধুবাদ জানাই মু্খ্যমন্ত্রী। সকল অংশের জনগণের কাছে ঐক্যবদ্ধভাবে বাল্যবিবাহ বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। উল্লেখ্য, নিজের বিবাহ নিজে বন্ধ করে নজির সৃষ্টি করছেন বিলোনিয়া মহকুমার আমজাদ নগর উচ্চ বিদ্যালয়ের সংখ্যালঘু পরিবারের দশম শ্রেণীর ছাত্রী। এই ছাত্রী পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়। তাই মা-বাবার ইচ্ছাকে নস্যাৎ করে দিয়ে বালিকা মঞ্চ এবং প্রশাসনের সহায়তায় নিজের বিবাহ বন্ধ করেন। খবর প্রকাশিত হতেই ছাত্রীর বাড়িতে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সাথে ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, বিজেপি প্রদেশ আই টি ইনচার্জ চন্দন দেবনাথ, ৩৭ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তথা বিজেপি দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক দ্বীপায়ন চৌধুরী, এলাকার প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এলাকাবাসীদের সামনে বাল্যবিবাহ নিয়ে এবং ছাত্রীর যাতে এই বিষয়টি নিয়ে সমাজের কাছে অবহেলিত না হয় সেদিকে আলোচনার পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক করে দেন। পাশাপাশি আগামী দিনে যাতে কেউ বাল্যবিবাহ না দেন সেই অনুরোধ রাখেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য