Thursday, March 28, 2024
বাড়িরাজ্যজে.সে.বি তুলে নেওয়ার প্রতিবাদে খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধ

জে.সে.বি তুলে নেওয়ার প্রতিবাদে খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : অনৈতিক ভাবে বন দপ্তর ঠিকেদারের জে.সে.বি তুলে নেওয়ার প্রতিবাদে খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হল ক্ষুব্দ এলাকাবাসীরা। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই পদ্মবিল এলাকার পাগলাবাড়ি  থেকে পরখলেন্ড পর্যন্ত একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। পূর্ত দপ্তরের অধিন এক ঠিকেদার কাজের বরাত পান। আনুমানিক আড়াই মাস পূর্বে বন দপ্তরের কর্মীরা বিনা নোটিসে রাস্তার কাজ চলাকালিন সময় দুইটি জেসিবি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। ফলে বাধ্য হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন।

দীর্ঘ দুই মাস ধরে বন্ধ রাস্তা নির্মাণের কাজ। রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন না হওয়ার ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। দুই দিন পর পর ঘটছে যান দুর্ঘটনা। ফলে বাধ্য হয়ে সোমবার খোয়াই-আগরতলা সড়কের পদ্মবিল এলাকায় সড়ক অবরোধে সামিল হয় স্থানীয়রা। এইদিন দীর্ঘ প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে সড়ক অবরোধ। ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। চরম ভগান্তির শিকার হতে হয় যাত্রীদের। এইদিকে দীর্ঘ প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধ চলার পর ঘটনস্থলে ছুটে যান খোয়াই মহকুমা বন আধিকারিক নীতিশ চক্রবর্তী। তিনি কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে। তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। মহকুমা বন আধিকারিকের কাছ থেকে আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত করে সড়ক অবরোধকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য