স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের তালবাহানা অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন না পাওয়ায় বন্ধ করে রাখল অঙ্গনওয়াড়ি সেন্টার। ফলে বিপাকে পড়েছে কচিকাঁচারা এবং গর্ভবতী মায়েরা। এ ধরনের নজিরবিহীন ঘটনাটি প্রত্যক্ষ করা যায় সোমবার সকালে স্ব-শাসিত জেলা পরিষদের অধীন গন্ডাছড়া মহকুমা ডুম্বুর নগরের ২৩৯ টি অঙ্গনওয়াড়ি সেন্টারে। সকাল থেকেই ছিল ঝাপ বন্ধ অঙ্গনওয়াড়ি সেন্টার।
দলে দলে কচিকাঁচারা অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে, কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজায় তালা দেখে আবার বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। জানা যায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে বেতন নিয়ে তালবাহানা করে চলেছে। গত এপ্রিল মাসে বেতন এখনো পায়নি ৪৭৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। এ বিষয়টি দপ্তরের আধিকারিকদের নজরে আনা হয়েছে। গত ১৯ মে ডেপুটেশন প্রদান করে দাবির করা হয়েছে দ্রুত তাদের বেতন মিটিয়ে দেওয়ার জন্য। দপ্তরের আধিকারিকেরা তাদের আশ্বস্ত করেন ২০ মে মধ্যে তাদের মোবাইলে এসএমএস চলে যাবে। সুতরাং এর জন্য চিন্তা করতে হবে না। কিন্তু নির্ধারিত দিনক্ষণ চলে গেলেও এখন পর্যন্ত মোবাইলে আসেনি বেতন পাওয়ার এসএমএস। তাই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বাধ্য হয়ে ২৩৯ টি সেন্টার বন্ধ করে রাখেন সোমবার। এই বিষয়ে সিডিপিও মঙ্গল রাঙল জানান, তিনি জানতেন না অঙ্গনওয়াড়ি কর্মীরা বেতন না পাওয়ায় অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকদের সাথে কথা বলেছেন। সকলের বেতন হয়ে গেছে। চাইলে এদিন থেকেই ব্যাংকে গিয়ে বেতন তুলে নিতে পারবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। মঙ্গলবার যেন কর্মী ও সহায়করা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ না রাখে তার জন্য আহ্বান জানান তিনি।