Thursday, January 16, 2025
বাড়িরাজ্যবীর বিক্রম মেমোরিয়াল কলেজে অধ্যক্ষের কক্ষ তালা দিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

বীর বিক্রম মেমোরিয়াল কলেজে অধ্যক্ষের কক্ষ তালা দিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : দীর্ঘ চার বছর ধরে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীদের পরিচয় পত্র প্রদান করছে না কলেজ কর্তৃপক্ষ। অপরদিকে রয়েছে পানীয় জলের চরম সংকট এবং সুইপার নিয়োগ না করার বিষয়। ফলে কলেজের শৌচালয়ের দুর্গন্ধে পরীক্ষা দিতে হিমসিম খেতে হয়েছে পড়ুয়াদের। আর এই অভিযোগগুলোর সামনে নিয়ে এসে সোমবার বিবিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন দেবকে কক্ষে আবদ্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সমর্থিত কলেজ পড়ুয়ারা।

কলেজের পড়ুয়ারা জানায় বিগত চার বছর ধরে কলেজের পড়ুয়াদের কলেজ থেকে কোন পরিচয় পত্র প্রদান করা হচ্ছে না। কলেজে নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও কলেজে নেই কোন সুইপার। এই নিয়ে বেশ কয়েকবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এইদিন তারা বাধ্য হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শনের পর পড়ুয়াদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল অধ্যক্ষের কক্ষে গিয়ে অধ্যক্ষের হাতে তাদের দাবি সনদ তুলে দেয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন দেব জানান কলেজ থেকে কিছু পাইপ সম্প্রতি চুরি হয়ে গেছে। তাই জলের সমস্যা দেখা দিয়েছে। সমস্যা দুরিকরনের জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে সুইপার নিয়োগ করার বিষয়টি ওনার হাতে নেই। এই বিষয়ে দপ্তরকে আগেও অবগত করা হয়েছে। তৃতীয়ত কলেজের পড়ুয়াদের পরিচয়পত্র দেওয়ার জন্য কলেজ ফান্ডে অর্থ নেই। আগরতলা শহরের অধিকাংশ কলেজে পরিচয় পত্র দেওয়া হয় না। তবে তিনি জানান যদি কোন কলেজ পরিচয় পত্র দিয়ে থাকে, তবে তারা কি ভাবে দিয়েছে, তা বিস্তারিত জানার পর তিনি উদ্যোগ গ্রহণ করবেন। ছাত্র ছাত্রীরা অধ্যক্ষের কাছ থেকে আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য