স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : প্রাক্তন মুখিয়া সহ সাঙ্গপাঙ্গদের ব্রাত্য রেখে প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠকের হয় সোমবার। এদিন অটল বিহারি বাজপেয়ি চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ বিজেপি-র কার্যকারিণী বৈঠকের শুরুতে এইদিন বিজেপি দলের পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি-র সভাপতি রাজিব ভট্টাচার্য। পরে প্রদীপ প্রজ্জলন করে বৈঠকের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সভাপতি রাজী ভট্টাচার্য, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ অন্যান্যরা। অটল বিহারী বাজপেয়ি চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রদেশ কার্যকারিণী বৈঠকে ১৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। এইদিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রদেশ বিজেপি-র কার্যকারিণী বৈঠক চলাকালিন সময় এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কার্যকরতারা এই বৈঠকে অংশগ্রহণ করেছে। বিভিন্ন জেলার সভাপতি, সম্পাদক, বিভিন্ন মোর্চার সভাপতি, মন্ত্রী সভার সদস্য সদস্যা, বিজেপি দলের বিধায়ক, বিধায়িকা সহ বিজেপির রাজ্য কমিটির সদস্য সদস্যারা এই বৈঠকে সামিল হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর ৯ বছর পূর্ণ হবে ৩০ মে। সেই উপলক্ষ্যে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এইদিনের বৈঠকে এক মাস ব্যাপী যে সকল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেই কর্মসূচি গুলির বিষয়ে আলোচনা করা হবে। দলীয় সূত্রে খবর সেই এক মাস ব্যাপী কর্মসূচিতে তেমনভাবে দেখা যাবে না প্রাক্তন মুখিয়া এবং তার সাঙ্গপাঙ্গদের। তাদের ধীরে ধীরে রাজ্য রাজনীতি থেকে সরিয়ে এবার রাজ্য নেতৃত্ব স্বচ্ছতা আনতে চাইছে দলে।