স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : সিপিআইএম -এর রাজ্য কমিটির বৈঠকের পর দলের অন্দরে এক প্রকার ভাবে কোন ঠাসা হয়ে গেছে বাম যুব সংগঠনের নেতৃত্ব। গত এক মাসে দলের শীর্ষ নেতৃত্বর নির্দেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হলেও দেখা গেছে একটা বড় অংশ যুব নেতৃত্ব সামিল হচ্ছে না। এ নিয়ে বেকায়দায় পড়েছে শীর্ষ নেতৃত্ব। তাই মাত্র এক মাসের ব্যবধানে ফের বৈঠকে বসতে হল সিপিএম রাজ্য কমিটিকে। সোমবার মেলারমাঠ দলীয় কার্যালয়ে হয় রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে অংশ নেন সিপিআইএম রাজ্য সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো সদস্যগণ প্রকাশ কারাত, মানিক সরকার, রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।
নির্বাচনের পর তৃতীয় রাজ্য কমিটির বৈঠক বলে জানান সিপিএম রাজ্য সম্পাদক। তিনি দাবি করেন সংগঠনের নিয়ম মেনে প্রত্যেক মাসেই এই বৈঠক হয়ে থাকে। মূলত সংগঠনকে আরো শক্তিশালি করতে এবং আগামীর কর্মসূচি স্থির করতে তাদের এই বৈঠক। তবে দলীয় সূত্রে খবর রাজ্য কমিটির পূর্বের বৈঠক গুলিতে বেশ কিছু কর্মসূচি রাজ্য জুড়ে বাস্তবায়ন করতে গিয়ে বিপাক পড়েছে সিপিএম নেতৃত্ব। দলের বহু যুব নেতৃত্ব এই কর্মসূচি থেকে ছিলেন বিমুখ। কারণ তাদের অভিমত গত বিধানসভায় নির্বাচনে দল ধরাশায়ী হওয়ায় এখন পুরনো মুখে পরিবর্তে সামনে কিছু নতুন মুখ আনার প্রয়োজন রয়েছে দলের। তাই এই বিষয় নিয়ে এদিন রুদ্ধশ্বাস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এদিন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ কয়েকজন যুব নেতৃত্বের মুখ লক্ষ্য করা গেছে। তাই এবার দেখার বিষয় দল কোন দিকে পাল্লা ভারী করতে চাইছে। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে আগে দল কোন দিকে গুরুত্ব দেয় সেটাই এখন দেখার বিষয়। কারণ সংগঠন শক্তিশালী করতে গেলে যুব অংশকে গুরুত্ব না দিয়ে পুনর মুখ নিয়ে চললে দল আগামী দিনে দিশাহীন হয়ে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল।