আগরতলা, ২১ মে (হি.স.) : বিজেপিতে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সম্ভবত সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে ত্রিপুরায় সংগঠনের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই খুবই বিরক্তির সাথে এ কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর সাফ কথা, অনুপ্রবেশকারী মানসিকতা বিজেপি মেনে নেয় না।
আজ রবিবার আগরতলায় নিজের সরকারি বাসভবনে সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর দেখানো পথে হেঁটে বিজেপি সাফল্য পেয়েছে। তিনি বলেন, দলের দেওয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে চলেছি। কিন্তু সম্প্রতি বাইরে থেকে কিছু মানুষ দলীয় কাজে হস্তক্ষেপ করছেন। বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় সভাপতি জেপি নড্ডার নেতৃত্বে আমরাই সংগঠন পরিচালনা করব।
তাঁর দাবি, সামগ্রিক বিষয়ে অবগত হয়ে কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে নিয়েছি। তাঁর কথায়, বহিরাগতদের হস্তক্ষেপে সংগঠনের ক্ষতি হোক, কোনওভাবেই তা মেনে নেওয়া যায় না। দলের কল্যাণে কাজের দায়িত্ব পেয়েছি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় সভাপতিকে সমস্ত বিষয় সঠিক সময়ে জানানো হবে।
এদিন তিনি বহিরাগতদের সম্পর্কে সরাসরি কিছুই বলেননি। তবে, সংগঠন দুর্বল হওয়ার জন্য তাঁরাই দায়ী, সে-কথা অত্যন্ত বিরক্তির সাথে জানিয়েছেন। তাঁর বক্তব্য, সংগঠনের কল্যাণে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে, সাংগঠনিক রদবদল ব্যতিক্রমী ঘটনা নয়। কিন্তু, অনুপ্রবেশকারী মানসিকতা বিজেপি মেনে নেয় না। তাঁর দাবি, ত্রিপুরায় প্রদেশ নেতৃত্ব সকলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাঁর কাজের ধরণ সম্পর্কে সকলেই অবগত আছেন। ফলে, সংগঠন মজবুত করার জন্য কীভাবে কাজ করতে হয়, তাঁদের সেটা বোঝা উচিত। নাম না করে আবারও বহিরাগতদের নিশানা করেন বিপ্লব দেব।
প্রসঙ্গত, ত্রিপুরায় সম্প্রতি বিজেপিতে বিভিন্ন স্তরে রদবদল হয়েছে। তাতে দলের অন্দরে চরম অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই, ওই সিদ্ধান্তে অখুশি নেতৃত্ব প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছেন। তাতে, আখেরে দলের চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, হয়তো বিপ্লব কুমার দেব তা আঁচ করতে পেরেছেন। কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। এ মুহূর্তে দলের ভিতরে তীব্র মতানৈক্য লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ফলে, শীঘ্রই ড্যামেজ কন্ট্রোল সম্ভব না হলে, লোকসভা নির্বাচনে হোঁচট খাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না প্রদেশ নেতৃত্ব।
তবে বিজেপিতে বহিরাগত ইস্যুতে বিপ্লব কুমার দেবের বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলবে, তা অস্বীকার করার কোনও সুযোগ নেই। তাতে দলে আড়াআড়িভাবে বিভাজন তৈরি হবে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অবশ্য বিপ্লব দেব এদিন জোর গলায় দাবি করেছেন, আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে আবারও দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে।