স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : রবিবার ছুটির দিনে রাজধানীর এম বি টিলা এলাকায় উদ্ধার হল অজ্ঞাত ব্যক্তির পচাগলা মৃতদেহ। এদিন সকাল থেকেই এলাকায় দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দেয় আগরতলা পুর নিগম এবং পুলিশকে। যথারীতি পুলিশ এবং নিগম কর্তৃপক্ষ এলাকায় এসে তল্লাশি শুরু করে। এলাকার এফ সি আই গোডাউনের পাশে একটি পরিত্যক্ত জায়গায় দেখতে পায় মাঝ বয়সি এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে।
মৃতদেহের মুখ পলিথিন দিয়ে মোড়ানো এবং গলা বিদ্যুতের তার দিয়ে বাধা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড। প্রশাসনিক নিয়ম অনুযায়ী মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এলাকাবাসী বক্তব্য মৃত ব্যক্তির মুখ পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাওয়া সনাক্ত করা যায়নি। তবে এলাকায় কেউ নিখোঁজ নেই। এলাকাবাসীর ধারণা বাইরে থেকে খুন করে এলাকায় এনে ফেলে রাখা হয়েছে। যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চায়নি অরুন্ধতী নগর থানার পুলিশ। তবে এলাকায় পুলিশের নিয়মিত টহলদারির যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করে। এলাকায় বহির্রাজ্য থেকে প্রতিদিন শত শত লরি গোডাউনের উদ্দেশ্যে আসে। সন্ধ্যার পর থেকে এলাকায় জমে উঠে নেশার আসর। থানার পুলিশ বাবুদের ম্যানেজ করে এভাবেই চলছে গোটা এলাকা। ফলে বাড়ছে অপরাধমূলক ঘটনা। যার জবাব নেই পুলিশ প্রশাসনের কাছে। এদিকে রবিবার জঙ্গল থেকে উদ্ধার হয় মহিলার কঙ্কাল সার মৃতদেহ। ঘটনা কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া হাসের ডুং এলাকায়। কিন্তু মৃতদেহ উদ্ধার করার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ স্থানীয়দের কাছ থেকে মৃতদেহকে সনাক্ত করার চেষ্টা করে। কিন্তু এলাকার কেউ মৃতদেহ শনাক্ত করতে পারেনি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সুষ্ঠু তদন্তে বের হয়ে আসতে পারে মৃত্যুর কারণ।